জাতিসংঘ সেবা পদক পাচ্ছে বাংলাদেশ
প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২১
নারীর ক্ষমতায়ন এবং জনকল্যাণমূলক কাজে অনবদ্য অবদান রাখায় সোমবার (১৩ ডিসেম্বর) আজই এ পদক গ্রহণ করবেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। অনুষ্ঠানটি হবে দুবাইয়ের মদিনাতুল জুমেরার এক রাজকীয় অডিটরিয়ামে।
নারীর ক্ষমতায়ন এবং জনকল্যাণমূলক কাজে অনবদ্য অবদান রাখায় বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে বিশেষ সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে ইউনাইটেড নেশনস সিভিল সার্ভিস। জাতিসংঘের এ পুরস্কার গ্রহণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। এ পুরস্কারকে বাংলাদেশের বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন তিনি।
সোমবার স্থানীয় সময় রাত ৯টায় দুবাইয়ের মদিনাতুল জুমেরায় এক রাজকীয় হলরুমে জাতিসংঘের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে দুবাই ও আমিরাতের রাজপরিবারের সদস্য ছাড়াও জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এদিকে এই পুরস্কার প্রাপ্তি বাংলাদেশের ভাবমূর্তি অনেকখানি উজ্জ্বল করবে বলে মত আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফরের।
অনুষ্ঠানে বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের অবদানকে সুন্দরভাবে তুলে ধরতে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দূতাবাস।