রাঙ্গাবালীতে পানিতে পরে এক শিশুর মৃত্যু
প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নলুয়াবাজার সংলগ্ন চরলক্ষি গ্রামে শুক্রবার বেলা এগারোটার দিকে নিজ বাড়ির পুকুরে পরে এক শিশুর মৃত্য হয়। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, নিজেদের খেলার ছলে নিজ ঘরের পাশ্বে পুকুরে পরে গেলে কখন যে পুকুরে পরে যায়, তা কেউ খেয়াল করেনি। তখন নিহত জামিলার আপন ভাই জিসান জানায় জামিলা পানিতে পরে গেছে।
তার কিছুক্ষণ পরেই শিশু জামিলাকে পানিতে মৃত ভেসে উঠতে দেখেন তার মা রুমা বেগম। এর পরেই স্থানীয়রা এগিয়ে শোকাহত পরিবারে সমবেদনা জানাতে সর্বস্তরের জনসাধারণ এগিয়ে আসেন এবং বিকেল সারে চারটার সময় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করার কথা জানা যায়, নিহত শিশু জামিলা(৩) মোঃ রিপন গাজী ও রুমা বেগমের চার সন্তানের মধ্যে তৃতীয় মেয়ে কন্যা সন্তান।