পুরুষ যাচ্ছে কারাগারে, নারী যাচ্ছে নতুন সংসারে
প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২১
নিজস্ব প্রতিবেদক : শুক্রবার (১০ ডিসেম্বর) ‘বিশ্ব মানবাধিকার দিবস’ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন ঢাকা মহানগর কমিটি। এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের সদস্যসহ বিভিন্ন পেশাজীবী মানুষ। মানববন্ধনে বক্তারা ‘পুরুষদের জন্য আইন প্রনয়ণসহ একটি পুরুষ বিষয়ক মন্ত্রনালয়ের দাবি করেন’। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কমিটির যুগ্ম আহবায়ক মো: লেহাজ উদ্দিন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশনের মহাসচিব প্রকৌশলী মো: ফারুক শাজেদ শুভ বলেন, এদেশে প্রতিদিন পুরুষের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। অথচ এ বিষয়ে রাষ্ট্র নীরব ভূমিকা পালন করছে। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র, ১৯৪৮ অনুযায়ী প্রতিটি পুরুষের বিয়ে, বিচ্ছেদ, দাম্পত্যজীবন পালনের অধিকার রক্ষায় রাষ্ট্রকে যথাযথ ভূমিকা পালনে আহ্ববান জানান তিনি।
পুরুষ অধিকার মুখপাত্র (মিডিয়া) নজরুল ইসলাম দয়া বলেন, যৌতুকের মিথ্যা মামলায় পুরুষ নির্যাতনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। দেশে নারী আইনের অপব্যবহার হচ্ছে, তাই সংশোধন দাবি করছি। তরুণ-তরুনী প্রেম করে পালিয়ে বিয়ে করে, আদালতে এভিডেভিড করে। তারপরও কন্যা পক্ষের অপহরণ এবং ধর্ষণ মামলায় অহরহ পুরুষ নির্যাতন করা হচ্ছে। উভয় সম্মতিতে যৌনকর্মের ঘটনা ঘটলেও নারী আইনের অপব্যবহারে পুরুষরা শাস্তি পাচ্ছে।
নজরুল ইসলাম দয়া আরো বলেন, স্বেচ্ছায় পালিয়ে যাওয়া আর অপহরণ কি একই বিষয়? প্রেম ঘটিত বিষয়ে পুরুষ দোষী হলে নারীরও সমান দোষ। পুরুষ যাচ্ছে কারাগারে, নারী যাচ্ছে নতুন সংসারে। এখানে কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না?
সুপ্রীম কোর্টের আইনজীবী ও মানবাধিকার নেত্রী মুনাজ সুলতানা মুন্নী বলেন, নারীরা যদি ১% নির্যাতনের শিকার হয়, তাহলে পুরুষ নির্যাতন হচ্ছে ৯৪%। নারী আইনের ব্যাপকভাবে অপব্যবহার হচ্ছে। পুরুষ বিষয়ক মন্ত্রণালয় খুব প্রয়োজন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, পুরুষ অধিকার নেতা মিউজিশিয়ান সুমন চৌধুরী রানা, চলচ্চিত্র অভিনেতা আকাশ নিবির, ডা. রাসেল মাহমুদ, সুজন ওসমান, আনোয়ার হোসেন সহ নেতৃবৃন্দ।