সাপাহারে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্বর্ধনা

প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২১
smart

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা”র মূল্যায়নে, “নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি” এই শ্লোগান কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জয়িতাদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাপাহার উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।

স্বাগত বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন বলেন, “নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি” এবছরের প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় এবারে ৫ টি ক্যাটাগরির মধ্যে ৫ টি ক্যাটাগরিতে উপজেলার ৫ জন জয়িতাকে এ সম্বর্ধনা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :