রাজধানীর বাড্ডা লিংক রোডে বাড্ডাবাসীর উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ

প্রকাশিত : ২১ মার্চ ২০২০

রাজধানীর বাড্ডা লিংক রোডে, সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক নাগরিক সংগঠন বাড্ডাবাসীর উদ্যোগে করোনা ভাইরাস ও বাযুদূষণ রোধে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে। উক্ত কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে মাস্ক পরিধানে উৎসাহী করা ও করোণার ভয়াবহতা সম্পর্কে প্রচারণা চালানো হয়।

শুক্রবার (২০ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর বাড্ডা লিংক রোডে আয়োজিত জনসচেতনতামূলক এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় সহস্রাধিক মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কেও সচেতন করার জন্য প্রত্যেককে লিফলেট প্রদান করা হয়,যাতে তারা ভাইরাসটির ব্যাপারে সচেতন হন এবং এর থেকে রক্ষা পেতে করণীয় কী তা জানতে পারেন।

আসুন আমরা সকলে মিলে বায়ুদূষণ রোধে সচেতন হই এবং অন্যদেরকেও সচেতন হতে সাহায্য করি, বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করি এবং করোনা ভাইরাস থেকে আমরা নিজেরা সতর্ক থাকি অন্যকে সতর্ক করি।

মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন-কর্মসূচির প্রধান সমন্বয়ক জনাব রুহুল আমিন রুবেল,আদর্শ নগর উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ, জনাব রফিকুল আলম চৌধুরী মুকুল ও জনাব তৌফিকুর রহমানসহ আরো অনেকে।

 

আপনার মতামত লিখুন :