ঝিনাইদহে বেগম রোকেয়া দিবস পালিত
প্রকাশিত : ৯ ডিসেম্বর ২০২১
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দীপ্তি রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার খো: শরীফা আক্তার।
এসময় বক্তারা, অবহেলিত ও নির্যাতিত নারীদের পাশে দাড়িয়ে সমাজ উন্নয়নে অবদান রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভা শেষে অর্থনৈতিক, শিক্ষা ও চাকুরী, নির্যাতনেন বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করা হয় ১০ টি ক্যাটাগরিতে ১০ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদাণ করা হয়।