কলাপাড়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন
প্রকাশিত : ৯ ডিসেম্বর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠতি হয়েছে। বুধবার বিকেল চার টায় পৌর শহরের শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রম আঙ্গীনায় এ সভা আনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।
ডাঃ সুবাষ চন্দ্র মিত্রের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, আশ্রম কমিটির সাধারন সম্পাদক এ্যাড. নাথুরাম ভৌমিক, রাখাইন সমাজপতি লুফ্রু মাস্টার, টেনসুয়ে, উত্তম দাসসহ আরো অনেকে। পরে সবার সম্মতিক্রমে পৗর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারকে সভাপতি ও রাখাইন সমাজপতি টেনসুয়েকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এ সময় উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।