গলাচিপায় আমখোলা ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক মোতালেব আকনকে সর্ব মহলের অভিনন্দন
প্রকাশিত : ৮ ডিসেম্বর ২০২১
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের কৃতি সন্তান মোতালেব আকনকে ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক করায় সর্ব মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। মোতালেব আকন দীর্ঘদিন পর্যন্ত এই শ্রমিক লীগ সংগঠনটি নিয়ে কাজ করেছেন। এলাকায় মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন।
গত ৬ ডিসেম্বর (সোমবার) নতুন কমিটি দেয়ায় শ্রমিক লীগের জনসাধারণসহ এলাকাবাসী উপজেলা শ্রমিক লীগ নেতাদের অভিনন্দন জানিয়েছেন। এ বিষয়ে আমখোলা ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক মো. মোতালেব আকন বলেন, শ্রমিক লীগ একটি জাতীয় সংগঠন।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিম দফাদার ও সাধারণ সম্পাদক আল-আমিনসহ মাননীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি), উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এ বিষয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিম দফাদার জানান, নয় সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি দেয়া হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে।