কলাপাড়ায় শরীরে কীটনাশক পুশ করে যুবকের মৃত্যু
প্রকাশিত : ৮ ডিসেম্বর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে নিজের শরীরে সিরিঞ্জের মাধ্যমে কীটনাশক পুশ করে মো.সুমন গাজী (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত নয় টায় দিকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে মো.সিদ্দিকুর রহমানের ছেলে। স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায় , সুমন তার শ্বশুর বাড়ি থেকে সন্তানকে নিয়ে আসতে চাইলে শ্বশুর বাড়ির লোকজন বাধা দেয়। এর পর সে মাসিক ভারসাম্য হারিয়ে ফেলে। গত দু’দিন আগে নিজের শরীরে সিরিঞ্জের মাধ্যমে কীটনাশক পুশ করে। এতে সমুন গুরুতর অসুস্থ হয়ে পরলে মঙ্গলবার বিকালের দিকে তাকে তার স্বজনরা হাসপাতালে ভর্তি করে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা.মাহমুদুর রহমান জানান, আমরা তাকে পর্যাপ্ত চিকিৎসা প্রদান করেছি। কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, এ ঘটনায় একটি ইউ.ডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।