দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মাহিয়া মাহি
প্রকাশিত : ৭ ডিসেম্বর ২০২১
সদ্য পদচ্যুত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানকে পদত্যাগ করতে বলার খবরে ফেসবুক লাইভে সোমবার (৬ ডিসেম্বর) রাতেই নিজের অভিমত জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অন্যদিকে, মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকালে এক ফেসবুক স্ট্যাটাসে মাহি জানান, ৩০ সেকেন্ডের জন্য হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান তিনি। এই মনোবাসনা নিয়েই তিনি মক্কা ত্যাগ করবেন বলে জানিয়েছেন।
মাহি লিখেন, ওমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মায়ের (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করব। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবে না।