রাজনগরে তদারকি অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশিত : ৬ ডিসেম্বর ২০২১
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে ও র্যাব-৯ ফোর্সের সহযোগিতায় আজ ৬ ডিসেম্বর রাজনগর উপজেলার কালার বাজার, কুসিয়ারা নদীর মুখ, রাজনগর রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, হোটেল-রেষ্টুরেন্ট, ফার্মেসীসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
কুসিয়ারা নদীর ম‚খে অবস্থিত তান্নি ষ্টোরকে ২ হাজার টাকা, কালার বাজারে অবস্থিত সিফত এন্ড সন্সকে ৩ হাজার টাকা, শেখ পান্না ষ্টোরকে ৫ হাজার টাকা, জাকির সুইটসকে ১ হাজার ৫ শত টাকা, হাজী আসকর আলী এন্ড সন্স ভেরাইটিজ ষ্টোরকে ৪ হাজার টাকা, দিলু মিয়া ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।