কলাপাড়ায় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত : ৫ ডিসেম্বর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেল এগারোটায় পৌর শহরের খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি। এস এসসি রয়েল ব্যাচ ২০০০ নামের একটি সংগঠন এর আয়োজন করে।
এ সময় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামী লীগ’র আহবায়ক ফাতেমা আক্তার রেখা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রহিমসহ আওয়ামলীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।