কলাপাড়ায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ছাগল বিতরন

প্রকাশিত : ৪ ডিসেম্বর ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বিকল্প জীবিকায়নের লক্ষে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ছাগল বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ সংলগ্ন মাঠে উপজেলার মহিপুরের ৩ টি ইউনিয়নের ৩২ টি হতদিররিদ্র পরিবারকে আনুষ্ঠানি ভাবে ছাগল দেয়া হয়েছে। বিকল্প জীবিকায়নের মাধ্যমে দুর্যোগ ঝুঁিকহ্রাস প্রকল্প উদ্যোগে বে-সরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ওইসব পরিবারকে মাঝে এ সহায়তা প্রদান করে।

এ সময় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র উপজেলা প্রোগ্রাম ম্যানেজার সিলভেষ্টার মাইকেল মধু, সহকারী প্রোগ্রাম ম্যানেজার জেমস রাজীব বিশ্বাস, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম, মহিপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র মনিটরিং অফিসার পায়েল দাস, ফিল্ড অফিসার উজ্জ্বল কুন্ডুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র উপজেলা সহকারী প্রোগ্রাম ম্যানেজার জেমস রাজীব বিশ্বাস বলেন, বিকল্প জীবিকায়নের মাধ্যমে দুর্যোগ ঝুঁিকহ্রাস প্রকল্প উদ্যোগে উপজেলার মহিপুর থানার তিনটি ইউনিয়নের ৩২টি হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরন করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।

 

আপনার মতামত লিখুন :