কলাপাড়ায় শেখ ফজলুল হক মনির জন্মদিন পালিত
প্রকাশিত : ৪ ডিসেম্বর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। মুুুক্তিযুদ্ধের সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জন্মদিন পালন করেছে পটুয়াখালীর কলাপাড়ায় যুবলীগনেতাকর্মীরা। এ দিবসটি উপলক্ষ্যে মহিপুর থানা যুবলীগের উদ্যোগে শনিবার সকাল ৯ টায় শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে পরে দলীয় কার্যলয়ে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফেরদৌস হাওলাদার’র সভাপতিতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহিপুর থানা যুবলীগের আহবায়ক মো.মিজানুর রহমান বুলেট আকন, যুবলীগ নেতা মনির হাওলাদার, নাসির উদ্দিন, শাহরিয়ার সুমন হাওলাদার, ইব্রাহীম খান প্রমুখ।
মহিপুর থানা যুবলীগের আহŸায়ক মিজানুর রহমান বুলেট বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত করেন শেখ ফজলুল হক মনি। আজ এ যুব সংগঠনটি দক্ষিণ এশিয়ার বৃহত সংগঠন। তাই তিনি যুবলীগের সকল নেতাকর্মীকে শেখ ফজলুল হক মনির আদর্শ ধারন করার আহŸান জানান।