দশমিনায় বালুভর্তি ট্রলি ব্রীজ ভেঙ্গে খালে
প্রকাশিত : ২০ মার্চ ২০২০
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।। পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ানের বাঁশবাড়িয়ার আরুয়াখালী খালের ব্রীজ ভেঙ্গে বালুভর্তি ট্রলি খালে পরে যায়। বুধবার রাত সাড়ে ৮টায় বাঁশবাড়িয়া ইউনিয়ানের বাশঁবাড়িয়া গ্রামের এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যাক্ষদর্শীরা জানান, ভাড়ায় চালিত ওই ট্রলিটি বালু বোঝাই করে ঝুঁকিপূর্ণ ব্রীজ পার হওয়ার সময় ব্রীজটি ভেঙ্গে এমন দুর্ঘটনা ঘটে।
ইউপি সদস্য মোঃ হালিম খান জানান, রাতে বালু বোঝাই ট্রলি পারাপারের সময় ব্রীজ ভেঙ্গে খালে পরে। বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলতাব হোসেন আকন জানান, ওই ট্রলিটি বালু বোঝাই করে ঝুঁকিপূর্ণ ব্রীজ পার হওয়ার সময় ব্রীজটি ভেঙ্গে খালে পরে যায়। আর বর্তমানে পারাপারের জন্য নৌকার ব্যবস্থা করা হয়েছে। আর খুব দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।