সরকারি নির্দেশনা মেনে চলুন ইউএনও দশমিনা

প্রকাশিত : ২০ মার্চ ২০২০

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।। পটুয়াখালীর দশমিনা উপজেলা নিবার্হী অফিসার মোসা. তানিয়া ফেরদৌস উপজেলাবাসীকে বিশেষ আহবান জানিয়েছেন। করোনা ভাইরাস নিয়ে সরকার নানা ধরনের সচেতনতামলক কার্যক্রম পরিচালনা করছে। কাজ করছেন সরকারি বেসরকারি কর্মকর্তারাও। এরই মধ্যে আক্রান্ত এক ব্যাক্তির মৃত্যুতে দেশের স্বাস্থ অধিদফতরসহ সংশ্লিষ্ট বিভাগের মানুষকে সচেতন বার্তা পৌছে দিতে জোর প্রচারনা চলছে।

প্রিয় উপজেলাবাসী, বাংলাদেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়েছে। মৃতব্যক্তি প্রবাস ফেরত আরেক ব্যক্তির মাধ্যমে আক্রান্ত হয়েছিলেন। প্রবাস ফেরতরা ন্যূনতম ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন। এটি সরকারি নির্দেশনা। কোন প্রবাসী এই নির্দেশনা না মানলে তাদেরকে ১৪ দিনের জন্য সামাজিকভাবে বয়কট করুন। পাশাপাশি উপজেলা প্রশাসনকে, নিকটস্থ থানা পুলিশকে ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করুন। অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। মনে রাখবেন, আইনগত ব্যবস্থা নিলে নির্দেশনা অমান্যকারী শাস্তি পাবেন ঠিকই কিন্তু করোনার ঝুঁকি হ্রাস পাবে না। কাজেই সময় থাকতে সচেতন হওয়া জরুরি। আপনি সুস্থ থাকলে বাংলাদেশ ভালো থাকবে৷

 

আপনার মতামত লিখুন :