পিরোজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে জেলা ছাত্রলীগের কলম বিতরণ
প্রকাশিত : ২ ডিসেম্বর ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে পিরোজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম ও মাক্স বিতরণ করেছে পিরোজপুর জেলা ছাত্রলীগ। সকালে এইচএসসি পরীক্ষা শুরুর আগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকের নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারী মহিলা কলেজ কেন্দ্রে গিয়ে এ মাক্স ও কলম বিতরণ করেন।
এ সময় সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাব্বী ইসলাম অপু, সহ-সভাপতি মো. নাজমুল নয়ন, যুগ্ন সাধারণ সম্পাদক অভিরুজ্জামান অভিক, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল যুবায়েরসহ জেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্রলীগ নেতৃবৃন্দ এদিন পাঁচ শতাধিক এইচএসসি পরীক্ষার্থীর মাঝে কলম ও মাক্স বিতরণ করেন।