দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যানকে শুভেচ্ছা জানালেন কালীগঞ্জ থানার ওসি
প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২১
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: দেশের প্রথম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহাফুজুর রহমান মিয়া। সোমবার দুপুরে কালীগঞ্জ থানায় নবনির্বাচিত এ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কালীগঞ্জ থানায় কর্মরত এসআই, এএসআই ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত করায় কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানান।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহাফুজুর রহমান মিয়া জানান, দেশের মধ্যে তিনিই প্রথম তৃতীয় লিঙ্গের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এমন মানুষ জনপ্রতিনিধি হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রোববার তৃতীয় ধাপে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম সানাকে পরাজিত হরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪ হাজার ৫২৯ ভোট ও আনারস প্রতীক পেয়েছেন ৯ হাজার ৫৫৭ ভোট।