খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবিতে ছাত্রদলের মশাল মিছিল
প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২১
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সোমবার (২৯ নভেম্বর) রাতে মশাল মিছিল করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল। মিছিলটি রাজধানীর ফার্মগেটে শুরু হয়ে কারওয়ানবাজারে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতা বেলাল হোসেন খান। এতে অংশ নেন নুরে আলম খান, জুয়েল শিকদার, তরিকুল ইসলাম ইমরান, নাজমুল হুদা রাকিব, রাহিবুল ইসলাম রাতুল, সুজন মিয়া, সৈকত শুভ, ইয়ামিন খন্দকার, মামুন, জুয়েল রানা, ইলিয়াস হোসেন, সজিবুর রহমান সজিব,শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম বেল্লাল, রনি হাওলাদার, তরিকুল ইসলাম, রোমান আহমেদ, সাব্বির হোসেনসহ অর্ধ শতাধিক ছাত্রনেতা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বেলাল হোসেন খান বলেন, ‘স্বৈরাচারের কারাগার থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে পারলেই ফিরবে দেশের হারানো গণতন্ত্র। দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠানো পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।