আ’লীগের মনোনয়নপত্র নিলেন মেয়র আইভী
প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২১
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকার ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের (গুলিস্তান) কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে ২৫ হাজার টাকার বিনিময়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদির, আদিনাথ বসু ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এ সময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আমজাদ হোসেন উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদির বলেন, ‘আজ দুপুরের মেয়র আইভীর পক্ষে দলীয় কার্যালয় থেকে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। একই দিন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।
নির্বাচন কমিশন এখনও এই সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করেনি। তবে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুয়েক দিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হতে পারে।