রাজাপুরে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাহিরে ঘোরাঘুরি,২৫ হাজার টাকা জরিমানা
প্রকাশিত : ২০ মার্চ ২০২০
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করে জনসমাগমে ঘোরাঘুরি দায়ে নেদারল্যান্ড, কাতার ও ওমান ফেরৎ ৩ প্রবাসী রোগীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার গালুয়া, সত্যনগর ও বাগড়ি গ্রামে ভ্রাম্যামান আদালতের এ অভিযান চালায় ইউএনও সোহাগ হাওলাদার।
এসময় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও আবুল খায়ের রাসেলসহ রাজাপুর থানার পুলিশ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ইউএনও সোহাগ হাওলাদার জানান, হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করে জনসমাগমে ঘোরাঘুরি দায়ে উপজেলার কানুদাশকাঠি গ্রামের মোশারফ হোসেনের ছেলে ওমান প্রবাসী পিকলু হোসেন (৩৫) কে ৫ হাজার টাকা, গালুয়া গ্রামের আবুল হোসেনের ছেলে কাতার প্রবাসী রাজ্জাক হোসেন (৩০) কে ১০ হাজার টাকা ও সত্য নগর এলাকার দলিল উদ্দিন মৃধার ছেলে হল্যান্ড প্রবাসী নান্টু মৃধাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
ইউএনও বলেন, এ অভিযান অব্যাহত থাকবে, তিনি সকল প্রবাস ফেরত ব্যক্তিকে স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশ দেন। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আবুল খায়ের রাসেল জানান, বিভিন্ন দেশ থেকে ৩০ জনেরও বেশি রাজাপুরের বাড়িতে ফিরেছেন, তাদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ৬ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে।