নবীগঞ্জে মান অনুযায়ী ইট প্রস্তুত না করায় ২ ইটভাটাকে ১লক্ষ টাকা জরিমান
প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২১
ফরিদ আহমদ শিকদার, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে বি,এস,টি,আইয়ের পরিমাপ ও মান অনুযায়ী ইট প্রস্তুত না করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টি ইন্সটিটিউশন আইন ২০১৮ অনুযায়ী উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কসবা (চরগাও) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে হাফিজ ব্রিক্স ও হিরো ব্রিক্স ফিল্ড ইট ভাটাকে ৫০ হাজার টাকা করে ১ এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এবিষয়ে , বি,এস,টি,আই, সিলেট এর পরিদর্শক মোঃ পারভেজ মিয়া প্রসিকিউশন দাখিল করেন। এ সময় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই লোকেশ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ সার্বিক সহযোগিতা করে। এছাড়াও গত ২৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ আরেকটি মোবাইল কোর্ট পরিচালনা করেন গোপলার বাজার এলাকায়।
উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার এলাকায় লাইসেন্স বিহীন করাতকল পরিচালনা করে করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ এর ৩(১) অপরাধে জালালসাফ গ্রামের লেচু মিয়া (৪৮) এর করাতকল মালিককে ২ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবিষয়ে প্রসিকিউশন দাখিল করেন, শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জার।
এতে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির এস আই হান্নান মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে। এ বিষয়টি নিশ্চিত করেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ।