মৌলভীবাজারে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত

প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২১

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক, বালিকা) অন‚র্ধ্ব-১৯ প্রতিযোগিতা স¤প্রতি সমাপ্ত হয়েছে। মৌলভীবাজার শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জ এর ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অতিথি হিসাবে ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান। জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী। এ প্রতিযোগিতায় জেলার মোট আটটি কাবাডি দল (বালক) ও দুটি বালিকা দল অংশগ্রহণ করে।

প্রথম রাউন্ডে বিজয়ী হয়ে সেমিফাইনালে বড়লেখা কাবাডি দলকে হারিয়ে মৌলভীবাজর পৌরসভা কাবাডি দল এবং কমলগঞ্জ কাবাডি দলকে হারিয়ে মৌলভীবাজার সদর কাবাডি দল ফাইনাল নিশ্চিত করে। ফাইনাল খেলায় মৌলভীবাজার সদর বালক কাবাডি দলকে হারিয়ে মৌলভীবাজার পৌরসভা বালক কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এবং বালিকা দল প্রতিযোগিতায় মৌলভীবাজার সদর বালিকা কাবাডি দলকে হারিয়ে শিরোপা জিতে নেয় মৌলভীবাজার পৌরসভা বালিকা কাবাডি দল।

 

আপনার মতামত লিখুন :