যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই হোটেলে সাকিব, থাকবেন পূর্ণিমা
প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২১
যুক্তরাষ্ট্র থেকে সোমবার দেশে ফিরছেন সাকিব আল হাসান। ধারণা করা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাওয়া যেতে পারে তাকে। তবে সন্ধ্যায়ই তাকে দেখা হচ্ছে একটি অনুষ্ঠানে; সেখানে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা পূর্ণিমাও।সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘এশিয়ান পেইন্টস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে হাজির হবে সাকিব আল হাসান।
প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে সারা দেশের ডিলারদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন তিনি। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়িকা পূর্ণিমা। পূর্ণিমা বলেন, এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সাকিব আল হাসান। পুরো আয়োজনটির প্রধান উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করব আমি। আশাকরি দারুণ উপভোগ্য একটি অনুষ্ঠান হবে। পূর্ণিমা আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই ওই হোটেলে উঠেছেন সাকিব। সেখান থেকে করোনার নিয়ম মেনে কোয়ারেন্টি করেই অংশ নেবেন অনুষ্ঠানে।
উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর থেকে চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট খেলতে দুদল ফের ফিরবে ঢাকার মিরপুরে। ৪ ডিসেম্বেরে শুরু হবে খেলাটি।