কলাপাড়ায় ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন
প্রকাশিত : ২২ নভেম্বর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অজোপাড়াগাঁয় ডাচ্ বাংলা ব্যাংকের কার্যক্রম চালু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১২ টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের বাবলাতলা বাজারে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা রাফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুবলীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড.শামীম আল সাইফুল সোহাগ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাচ্ বাংলা ব্যাংকের ররিশাল ডিভিশনে রিজিওনাল হেড কাজী শফিকুল ইসলাম, পটুয়াখালী এরিয়া ম্যানেজার মো.আবুল খায়ের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মো. আনোয়ার হোসেন, ব্যবসায়ি হাজী আহসান উল্লাহ মাসুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক রফিকুল ইসলাম।