ময়মনসিংহের ভালুকায় বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১
প্রকাশিত : ২২ নভেম্বর ২০২১
ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে ১টি বিদেশী পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত যুবকের নাম জুয়েল মিয়া (২৮)। সে ভালুকা উপজেলার চান্দাবো গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র।
র্যাব-১৪ ময়মনসিংহ কোম্পানী কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সোমবার (২২ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা সদরের সোয়াল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র নিয়ে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, জমি দখলসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে।