কলাপাড়ায় গনপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
প্রকাশিত : ২০ নভেম্বর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় গনপ্রকৌশল দিবস ও আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার সকাল দশটায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কলাপাড়ার এ অনুষ্ঠানের আয়োজনে করে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া প্রেসক্লাবের সম্মুখ্যে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ুন কবির, হাজী ইসমাইল তালুকদার পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ আবু ছালেহ, সরকারী খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হক প্রমুখ।
বক্তারা ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে ৩ বছরে রুপান্তর না করাসহ ৪ টি প্রধান দাবি তুলে ধরেন।
এসময় উপজেলার কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলিগন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রÑছাত্রীরা উপস্থিত ছিলেন।