আমতলীতে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২১
মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনাল খেলা আজ (শুক্রবার) আমতলী সরকারি একে পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল সাড়ে ৩টায় প্রথম সেমি ফাইনাল খেলায় উপজেলার গুলিশাখালী ইউনিয়ন একাদশ বনাম আমতলী সদর ইউনিয়ন একাদশ মুখোমুখী হয়। খেলায় উভয় দলের হয়ে নাইজেরিয়ান, ঘানা ও জাতীয় দলের একাধিক খেলোয়াররা অংশ নেয়। খেলা উপভোগ করার জন্য ওই দুই ইউনিয়নের ৫ সহা¯্রাধিক সমর্থকরা দুপুরের পর থেকেই খেলার মাঠে উপস্থিত হয়ে নিজ নিজ দলের পক্ষে সাপোর্ট দেয়। চরম উত্তেজনা ও প্রতিদ্বন্ধিতাপূর্ণ ওই খেলায় ৪-১ গোলে গুলিশাখালী ইউনিয়ন একাদশকে পরাজিত করে আমতলী সদর ইউনিয়ন একাদশ ফাইনাল খেলায় যোগ্যতা অর্জণ করেন।
খেলায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ওসি একেএম মিজানুর রহমান, আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড. এইচএম. মনিরুল ইসলাম মনি, সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. আলহাজ্ব নূরুল ইসলাম মিয়া প্রমুখ।