করোনা ভাইরাসের আতঙ্কে জনশূন্য ফতুল্লায়র রাস্তা-ঘাট
প্রকাশিত : ১৮ মার্চ ২০২০
নিজস্ব সংবাদদাতা : ফতুল্লা এলাকায় করোনা ভাইরাসের আতংকে ফিডার রাস্তায় আগের চেয়ে পথচারী ও জনমানবের চলাচল খুবই কম এমনটাই বলছেন এলাকাবাসী। সূত্রে জানা যায়, বাংলাদেশ সহ বিশ্বের ১৬২ টি রাষ্ট্রে করোনা ভাইরাস ছড়িয়ে পরেছে। আমাদের দেশেও করোনা ভাইরাসের আতংকে মানুষ এখন আগের চেয়ে কম কম পথে ঘাটে ও চলাচল করছে। ছেলে বুড়ো যুয়ান সবার ভেতর এখন করোনা আতংক বিরাজ করছে।
বাংলাদেশের ৬৪টি জেলা ও তার থানাধীন শরহ নগর গ্রাম গঞ্জ সব স্থানেই এখন করোনা আতংকে আছে। সব জেলার মতো নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানাধীন এলাকায়ও আতংকে আছে। তাই প্রয়োজন ছাড়া কেহ রাস্তা ঘাটে মানুষ নামছে না। গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রী এক প্রজ্ঞাপনে জানায় স্কুল কলেজ মাদ্রাসা ১৭ মার্চ থেকে ৩২ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষনা দেয়। সে মতে সকল প্রতিষ্ঠান টি বন্ধ হয়েগেছে। ফলে শিক্ষার্থীরা যে যার বাসায় অবস্থান করছে। এছাড়া আগের মতো কেহ রাস্তা ঘাটে অগ্রয়োজনে আড্ডা দেয় না।
এমন কি টি-স্টলেও ভীড় নাই। খেলার মাঠগুলোতেও কিশোর ও যুবকের দল বেধে তেমন কোন খেলা করতে দেখা যায় না। লালপুরের এক মুদি ব্যবসায়ী জানায়, আগের চেয়ে রাস্তা ঘাটে মানুষ কমে গেছে। করোনা আতংকে এখন কেহ অহেতুক রাস্তায় বের হয়না। রেল লাইন বট তলা এলাকার নিমাই জনায়, আমার চায়ের দোকানে গত ১৪ মার্চ এবং এর পূর্বে দুই থেকে ২৫ টাকার বেচাকেনা হয়। এখন পাঁচশত টাকা বেচা কেনা করতেই কষ্ঠ হয়। গত কাল ১৭ মার্চ মাত্র ৭শ টাকা বিক্রি করেছি। আগের তুলনায় মানুষ এখন কম বের হয়। করোনার আতংকে মানুষ অনেক আতংকে কাটাচ্ছে।