বরিশালে পরিবহন চালক ও লঞ্চ শ্রমিকদের শব্দদূষণ সচেতনতামূলক প্রশিক্ষণ

প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২১

বরিশাল জেলা প্রশাসনের সহযোগিতায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বলক প্রকল্প, পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বূলক প্রকল্পের আওতায় পরিবহন চালক ও লঞ্চ শ্রমিকদের জন্য শব্দদূষণ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল স্থানীয় সরকার’র উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়’র পরিচালক মোঃ আবদুল হালিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান, বরিশাল সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মুন্সী মুবিনুল হক, বিআরটিএ উপ-পরিচালক (ইঞ্জিঃ) মোঃ জিয়াউর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়’র সহকারী কমিশনার মোঃ আবদুল হাইসহ পরিবহন ও লঞ্চ চালক, মালিক এবং শ্রমিক উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে। মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বূলক প্রকল্পের আওতায় পরিবহন চালক ও লঞ্চ শ্রমিকদের জন্য শব্দদূষণ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :