দেড় লাখ মিটার কারেন্ট জালসহ ৩০ মন জাটকা ইলিশ জব্দ
প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় দেড় লাখ মিটার কারেন্ট জালসহ ৩০ মন জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার রাত দশটা থেকে বুধবার দুপুর পর্যন্ত কুয়াকাটা নৌ পুলিশের সদস্যরা রাবনাবাদ নদী মোহনায় অভিযান চালিয়ে এসব জাল ও মাছ জব্দ করে।
তবে এ সময় কোন অসাধু জেলেকে আটক করতে পারেনি তারা। পরে বুধবার বিকেল ৩ দিকে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকায় জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দু:স্থদের মাঝে বিতরন করা হয়।
কুয়াকাটা নৌ-পুলিশের উপ-সহকারী পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম জানান, নদীতে টহলরত অবস্থায় জাল ও মাছ জব্দ করা হয়েছে। নৌ-পুলিশের ঝাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।