নওগাঁয় এইচ এস সি রীক্ষার্থীদের করোনা প্রতিষেধক টিকা প্রদান

প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২১

রওশন আরা শিলা, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় অনুষ্ঠিতব্য এইচ এস সি পরীক্ষাথীদের করোনা প্রতিষেধক টিকা দেয়া হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলন্য়াতনে দিনব্যপী এই কর্মসূচীর উদ্বোধন করেন নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সময় নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নাজমুল হাসান, সিভিলসার্জন ডাঃ এবিএম আবু হানিফ, সদর ুপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন, ডেপুটি নসিভিলসার্জন ডাঃ মঞ্জরু এ মোর্শেদ সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যপী এই কর্মসূচীতে ১ হাজার ৪শ শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্বতঃস্ফুর্ত শিক্ষার্থীদের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়েছে।

 

আপনার মতামত লিখুন :