কলাপাড়ায় অসহায় ও দুঃস্থ নারীরা পেলো সেলাই মেশিন
প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ২০ জন অসহায় ও দুঃস্থ নারীরা পেয়েছে সেলাই মেশিন। সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের উদ্যোগে ওই নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী অফিসার আবুহাসনাত মো. শহীদুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো.গহর আলী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পাভীন সীমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির ,কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।