গলাচিপায় থানকুনি পাতার গুজবে রাতের ঘুম হারাম
প্রকাশিত : ১৮ মার্চ ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপায় মঙ্গলবার গভীর রাতে ভেষজ থানকুনি পাতা খাওয়ার হিড়িক পড়েছে। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী নভেল করোনা ভাইরাসের প্রতিশোধক হিসেবে গলাচিপার বিভিন্ন এলাকার মানুষ জনকে থানকুনি পাতা খাওয়ার কথা শোনা গেছে। জানা গেছে, একজন প্রসিদ্ধ পীরের স্বপ্নে দেখা করোনা প্রতিশোধক হিসেবে থানকুনি পাতার গুজব খুব অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে গভীর রাতে যার যার আত্মীয় স্বজনের কাছে মোবাইল করে এ খবর পৌছে দেওয়ায় বিষয়টি আরো ভাইরাল হয়ে যায়। রাত ১২টার পর অনেকেই মাঠে ময়দানে থানকুনি পাতা খুজতে দেখা গেছে বলে অনেকে জানিয়েছে।
উত্তর চরখালী গ্রামের আবু সালেহ জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে রাঙ্গাবালী শ্বশুর বাড়ী থেকে আমরা ব্যক্তিগত মোবাইলে ফোনে কল আসে। তারা জানায়, পীর সাহেব স্বপ্নে তিনটি থানকুনি পাতা ও এক ক্লাস পানি ঐ রাতের মধ্যেই খেলে নভেল করোনা ভাইরাস কাউকে ছুতে পারবে না। আরও অনেকে রাত ১২টার পরপরই কল দিয়ে বিষয়টি জানায় এবং থানকুনি পাতা খাওয়ার জন্য অনুরোধ করে। গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম জানান, এটি সম্পূর্ণ গুজব। করোনা ভাইরাস প্রতিরোধে ঔষধী থানকুনি পাতা ব্যবহারের বিষয়টি এখনো কোনো প্রমাণ নেই। গুজব রটানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত।