ভারতীয় ফেনসিডিল-গাঁজা-ইয়াবাসহ চার জন আটক
প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২১
বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা থানাধীন বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিল,গাঁজা ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
রোববার (১৪ নভেম্বর) তিনটি পৃথক অভিযানে ২০০ পিচ ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন বেনাপোল পুটখালী গ্রামের ছবদার আলীর স্ত্রী রহিলা খাতুন (৫৫), রাড়ীপুকুর গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে মুনসুর আলী (৩৩), একই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে বাবু হোসেন (৩১) ও পঞ্চাই সরদারের ছেলে আমজেদ সরদার (৪৬)।
যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার বলেন গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাস্থ বিভিন্ন জায়গায় তিনটি অভিযান চালিয়ে ফেনসিডিল-গাঁজা-ইয়াবাসহ চিহ্নিত চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।