কলাপাড়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর উর্ধগতি, জ্বালানী তেল, বিদ্যুৎ, গ্যাস ও লঞ্চ-পরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে পৌর শহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার নেতা কর্মীরা এ কর্মসূচীর আয়োজন করে।

সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিষ্টপার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার। এসময় কৃষক সমতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক জিএম মাহবুবুর রহমান, যুগ্নআহবায়ক শিক্ষক আতাজুল ইসমলামসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে তারা একটি বিক্ষেভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেছে।

 

আপনার মতামত লিখুন :