জিম্বাবুয়েতে আরেকটি বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা
প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২১
জিম্বাবুয়েতে আরেকটি বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছে জাহানারা আলম, সালমা খাতুনরা। সুবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে থাকতেই জিতে নিল সফরকারীরা। এদিন বুলাওয়ের কুইনস স্পোর্টস পার্কে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ের মেয়েরা। ৪৬.৪ ওভারে ১২১ রানে অলআউট হয় দলটি।
জবাব দিতে নেমে ২৪.৩ ওভারেই মাত্র এক উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে মাত্র ৪৮ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। রান তাড়ায় ম্যাচটা ৮ উইকেটে জেতে ভারপ্রাপ্ত অধিনায়ক ফাহিমা খাতুনের দল। এদিন ১২২ রানের লক্ষ্য তাড়ায় দ্রুতই ওপেনার শারমিন আক্তারকে হারায় বাংলাদেশ। পঞ্চম ওভারে দলীয় ১০ রানে ফেরেন শারমিন। ১৫ বলে ৮ রান করেন তিনি ১ চারে।
এরপর আরেক ওপেনার মুরশিদা খাতুন ও ফারজানা হক ফিফটি তলে নেন। দুজনই অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। মুরশিদা অপরাজিত ৫১ রান করেন ৬৫ বলে ৮ চারের সাহায্যে। ফারজানা ৬৮ বলে ৭ চারে অপরাজিত ৫৩ রান করেন। এর আগে জিম্বাবুয়ের মেয়েদের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৩৫ রান করেন নায়াশা গুয়ানজুরার। ৩৩ রান করেন মোডেস্টার মোপাচিওয়াকা।
বাংলাদেশের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন নাহিদা আক্তার। ২টি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম ও সালমা খাতুন। ঋতু মনি ও ফাহিমা খাতুন পেয়েছেন ১টি করে উইকেট। সোমবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।