শরীয়তপুররে বভিন্নি স্থানে প্রবাসীরা কোয়ারন্টেনিে না থাকালে জরমিানা
প্রকাশিত : ১৮ মার্চ ২০২০
মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতনিধি: শরীয়তপুররে বভিন্নি স্থানে প্রবাসীরা কোয়ারন্টেনিে না থাকালে জরমিানা ও দণ্ডতি করা হয়ছেে বলে জানা যায়।এর আগে শরীয়তপুরে হোম কোয়ারন্টেনিে না থকেে বাইরে আসায় সৌদি আরব ও ইতালফিরেত দুই ব্যক্তরি জরমিানা করছেে ভ্রম্যমাণ আদালত।
শরীয়তপুর সদর উপজলো নবর্িাহী র্কমর্কতা মাহাবুবর রহমান জানান, সোমবার সন্ধ্যায় সৌদি আরব থকেে ফরো এক যুবককে (৩০) পাঁচ হাজার টাকা জরমিানা করা হয়ছে।েতনিি আরো বলনে, গত ৬ র্মাচ এই ব্যক্তি সৌদি আবর থকেে দশেে ফরেনে। সোমবার সন্ধ্যায় তনিি স্থানীয় কানার বাজারে প্রকাশ্যে ঘোরাফরো করছলিনে। খবর পয়েে উপজলো প্রশাসনরে লোকজন গয়িে তাকে বাড়রি সামনে দখেতে পায়।
“অপরদিকে হোম কোয়ারন্টেনিে না থকেে প্রকাশ্যে চলাফরো করায় ইতালফিরেত একজনকে ২৫ হাজার টাকা জরমিানা করছেে উপজলো প্রশাসন।তনিি জানান, এই ব্যক্তি ১৪ র্মাচ ইতালি থকেে দশেে ফরিছেনে। মঙ্গলবার বকিালে ওই ব্যক্তি সদর উপজলো প্রমেতলা এলাকায় ঘোরাফরো করছলিনে। প্রশাসন খবর পয়েে তাকে জরমিানা করা হয়।