ভয়াল ১২ নভেম্বর এই দিনটি উপকুল দিবসের দাবি
প্রকাশিত : ১২ নভেম্বর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিন রাতে উপকুলে আঘাত হানে প্রলয়ঙ্করী ভয়াল ঘুর্ণিঝড়। এতে ক্ষয়-ক্ষতির পাশাপাশি প্রান কাড়ে ১০ লাখ মানুষের। ঘর-বাড়ি-ফসলসহ সম্পদ হানি হয় শত সহ¯্র কোটি টাকা। সমস্ত খালবিল নদী নালায় ছিল লাশের মিছিল। ভয়াল এই দিনের কথা স্মরন করতে গেলে আজো আৎকে ওঠে অনেকে। তাই এই দিনটি উপক‚ল দিবস হিসেবে সরকাররি ভাবে ঘোষনা করার দাবি করেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাগর পাড়ের মানুষেরা।
জলবায়ু-বিপন্ন উপক‚লবাসীর সুরক্ষার জন্য জলবায়ু ন্যায্যতার দাবি জোরালো হোক ¯েøাগানকে সামনে রেখে ৭০এর১২ নভেম্বর প্রলয়ঙ্করী ভয়াল ঘুর্ণিঝড়ে প্রয়াত ব্যক্তিদের স্মরনে কুয়ায়াকাটায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে স্থানীয় রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজশেন রিও নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক কাজী সাঈদ, স্বেচ্ছাসেবী সংগঠন রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজশন রিও’র নির্বাহী পরিচালক মো.সাইদুর রহমান,সাংবাদিক আনোয়ার হোসনে আনু, হোসাইন আমির, মো.জহিরুল ইসলাম মিরন প্রমুখ।
তারা এই দিনটিকে সরকারিভাবে উপকূল দিবস ঘোষনা করার দাবি জানান। সভা শেষে ১৯৭০ সালের ঘূর্নিঝড়ে নিহতদের রুহের মাগফরোত কামনায় দোয়া মোনাজাত করা হয়।