বর্ণাঢ্য আয়োজনে কলাপাড়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত : ১২ নভেম্বর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। বর্ণাঢ্য আয়োজনে মধ্যদিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শোভা যাত্রা, আলোচনা সভা,কেক কাটা ও শিক্ষাথীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মহিপুর থানা যুবলীগ এ অনুষ্ঠানের অয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তলোন করা হয়। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজুলল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ নেতা কর্মীরা।
মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক মো.মিজানুর রহমান বুলেট আকনের সভাপতিত্বে আলোচনা সভায় মহিপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক আকন,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার, যুবলীগ নেতা জিল্লুর রহমান কিশোর, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা ও দোয়া মোনাজাত শেষে মিষ্টি বিতরণ করা হয়। এসময় আওয়ামীগ, যুবলীগ, ছাত্রলীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় করেন মহিপুর থানা যুবলীগের যুগ্ন-আহবায়ক মাসুদ রানা।