শার্শার বাহাদুরপুরে চেয়ারম্যান প্রার্থী মফিজের বিশাল এক পথসভা
প্রকাশিত : ১২ নভেম্বর ২০২১
মোঃ রাসেল ইসলাম, স্টাফ রিপোর্টার: উন্নয়নের বার্তা নিয়ে বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া-মানকিয়া গ্রামে বিশাল এক পথসভা করেছেন উক্ত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমানের সমর্থকরা। শুক্রবার ( ১২ নভেম্বর) বিকেলে বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ পথসভা অনুষ্ঠিত হয়।
বোয়ালিয়া ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মফিজুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ইউনুছ আলী মেম্বর, বকতিয়ার মেম্বর, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মেম্বর, আওয়ামীলীগ নেতা বাদশা মল্লিক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান তিতাস প্রমুখ।