কলাপাড়ায় চুরির অপবাদ দিয়ে কিশোরকে অমানবিক নির্যাতন, আটক-১
প্রকাশিত : ৯ নভেম্বর ২০২১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় নাঈম (১৩) নামের এক কিশোরকে টাকা চুরির অপবাদ দিয়ে অমানবিক নির্যাতন করেছে তার চাচা ও চাচিসহ আত্মীয় স্বজনরা। এ ঘটনাটি ঘটেছে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে। ঘন্টার পর ঘন্টা এ নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অনেকের বিবেকেই নাড়া দেয়। পুলিশ এ ঘটনায় সোমবার রাতে বশার নামের এজনকে আটক করেছে। নাঈম এলেমপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
ওই কিশোরের স্বজনেরা জানান, নাঈমের মা একজন মানসিক ভারসাম্যহীন এবং বাবা অসুস্থ্য। ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া ওই মাদ্রাসা শিক্ষার্থীকে পুর্ব শত্রæতার জের ধরে এমন নিষ্ঠুর নির্যাতন চলানো হয় বলে অভিযোগ তাদের। কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ভিকটিমের পিতা বাদি হয়ে এ ঘটনায় চার জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। এর মধ্যে বশার নামের এজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।