অতিরিক্ত ভাড়া না নেয়ার নির্দেশ মালিক সমিতির
প্রকাশিত : ৯ নভেম্বর ২০২১
সরকার নির্ধারিত ভাড়ার বেশি যাত্রীদের কাছ থেকে না নিতে দেশের সব জেলা শাখায় চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহর স্বাক্ষর করা চিঠিতে বলা হয়, ডিজেলের মূল্য বাড়ায় দূরপাল্লা রুটে বাস ভাড়া কিলোমিটার প্রতি ১ টাকা ৮০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, কোথাও কোথাও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সিএনজিচালিত বাসের ভাড়া পুননির্ধারণ করা হয় নাই উল্লেখ করে চিঠিতে বলা হয়, সিএনজিচালিত বাস-মিনিবাসে কোনোভাবে নতুন ভাড়া আদায় করতে পারবে না। আগের ভাড়া আদায় করতে হবে। এ অবস্থায় সব জেলার বিআরটিএ কার্যালয় থেকে ভাড়ার চার্ট সংগ্রহ করে নির্ধারিত ভাড়া আদায় করতে মালিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
একইসঙ্গে চার্ট অনুযায়ী ভাড়া আদায় করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে চিঠিতে। একই প্রসঙ্গে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকেও আরেকটি চিঠি দেওয়া হয়েছে ঢাকার সব রুটের মালিক সমিতি ও পরিবহন কোম্পানিকে।