জাবিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে

প্রকাশিত : ৯ নভেম্বর ২০২১

সাগর কর্মকার, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে ভর্তি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে জীববিজ্ঞান অনুষদভূক্ত ডি ইউনিটের মোট ৫টি শিফটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। সকালে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বিভিন্ন কেন্দ্রে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন।

দুপুরে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম অনলাইনে যুক্ত হয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপাচার্য বলেন, মহামারি করোনাকালে ভর্তি পরীক্ষা নেয়ার স্বাস্থ্য ঝুঁকি নেয়া হয়নি। এখন করোনায় আক্রান্তের সংখ্যা অনেক কমে গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি ও সুরক্ষা নিশ্চিত করে বর্তমানে পরীক্ষা গ্রহণ করছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার হলে প্রবেশের সুবিধার্থে এক শিফটের পরীক্ষার পর মাঝখানে লম্বা সময় ফাঁকা রাখা হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সুস্থ্যভাবে বাড়ি ফিরে যাবে বলে কর্তৃপক্ষ আশা করছে।

উপাচার্য তাঁর অভিব্যক্তি প্রকাশকালে আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাতন্ত্র্য ধারায় মেধা যাচাই করে শিক্ষার্থী ভর্তি করে থাকে। এবারের ভর্তি পরীক্ষায় সেই ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। প্রসঙ্গত, পূর্বঘোষণা অনুযায়ী ৭ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, দেশব্যাপী পরিবহন ধর্মঘটের ফলে ৭ ও ৮ নভেম্বরের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পিছিয়ে ২০ এবং ২১ নভেম্বর নেওয়া হয়। অবশিষ্ট পরীক্ষা সমুহ পূর্বঘোষিত সময়ে অনুষ্ঠিত হবে।

১১ নভেম্বর আইআইটিভূক্ত ‘এইচ’ ইউনিট এবং আইবিএ জেইউ-ভূক্ত ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ১৪ নভেম্বর সমাজবিজ্ঞান অনুষদভূক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ১৫ নভেম্বর আইন অনুষদভূক্ত ‘এফ’ ইউনিট এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভূক্ত ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ১৬ নভেম্বর বিজনেস স্টাডিজ অনুষদভূক্ত ‘ই’ ইউনিট এবং কলা ও মানবিকী অনুষদভূক্ত (নাটক ও নাট্যতত্ত বিভাগ এবং চারুকলা বিভাগ) ‘সি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ১৮ নভেম্বর কলা ও মানবিকী অনুষদভূক্ত (নাটক ও নাট্যতত্ত বিভাগ এবং চারুকলা বিভাগ ব্যতীত) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।

এবার ১৮৮৯টি আসনের বিপরীতে ৩ লক্ষ ৮ হাজার ৬০৬ জন আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৬৩জন। ভর্তি পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল নয়টায়। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা ৬০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। উক্ত ৬০ নম্বর ৮০ নম্বরে রূপান্তর করে ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষার সময় ৪০ মিনিট। তবে ওএমআর পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে।

 

আপনার মতামত লিখুন :