রংপুরে আতশবাজি ফোটানোর সময় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
প্রকাশিত : ১৭ মার্চ ২০২০
নিজস্ব প্রতিবেদক: রংপুর নগরীর বেতপট্টিতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশে আরএম বণিক নামে এক দোকানে আগুন লেগেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে আতশবাজি ফোটানোর সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আওয়ামী লীগ কার্যালয়ে আতশবাজি ফোটানোর সময় আরএম বণিক দোকানে আগুন লাগে। পরে আশপাশের মার্কেটে ছড়িয়ে পড়ে আগুন।