বেনাপোল ভবারবেড় ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত : ৬ নভেম্বর ২০২১
মোঃ রাসেল ইসলাম, স্টাফ রিপোর্টার:
যশারের বেনাপোল পৌরসভার ৬নং ভবারবেড় ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) বিকালে বেনাপোল রেল স্টেশন রোডে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর আহাদুজ্জামান বকুলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জসিম উদ্দিনের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য ও শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা মহিলা যুব লীগের সাধারন সম্পাদক শামীমা আলম ছালমা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল, সাধারন সম্পাদক নাসির উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল, উপজেলা বাস্তহারা লীগের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী, বেনাপোল পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আলী কদর সাগর, যুগ্ম সাধারন সম্পাদক আরিফুজ্জামান ভাদু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারন সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দার, সাধারণ সম্পাদক তৌহিদ, বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ৯২৫ এর সভাপতি রাজু আহমেদ।
বেনাপোল ভবারবেড় ৬নং ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হলেন মোঃ আওয়াল হোসেন, এরশাদ আলী, ইয়ানুর রহমান, ওসমান গনি মোঃ লোকমান ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী হলেন মেহের আলী, মোঃ লাবু, মোঃ মিজান, মোঃ আসলাম, ফারুক হোসেন জয়।