দশমিনায় ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রকাশিত : ৬ নভেম্বর ২০২১

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।। “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী দশমিনায় ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন কার হয় । শনিবার বেলা ১১টায় উপজেলা কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল কাইয়ূম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সমসুরন্নাহার খান ডলি, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার আব্দুর রশিদ, উপজেলা সহকারি সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন, দশমিনা-গলাচিপা উপজেলার দায়িত্বরত সমবায় সমিতির সহায়ক কাজী আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষক – কর্মচারি (কালব) সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক। দিবসটি উপলক্ষে উপজেলার সমূক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভার আয়োজন কারা হয়। সমবায়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে সমবায় সম্পর্কে বিশদ আলোচনা করেন মোঃ মেজবাহ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালন করেন পাবেল মাহমুদ রায়হান।

আপনার মতামত লিখুন :