সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন
প্রকাশিত : ৬ নভেম্বর ২০২১
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:” বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ৫০ তম জাতীয় সমবায় দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে সরকারি স্বাস্থ্য বিধি মেনে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি , উপজেলা মৎস্য অফিসার রোজিনা পারভিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা সমবায় অফিসার আব্দুর রশিদ,জণস্বাস্থ্য অফিসের সন্তোষ কুমার, এসএমসি সভাপতি আশরাফুল ইসলাম, এবং উদ্ভিদ বিষয়ক কর্মকর্তা আতাউর রহমান সেলিম এর পরিচালনায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার সকল সমবায় সমিতির কর্মকর্তা কর্মচারী, সদস্যসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।