সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
প্রকাশিত : ৬ নভেম্বর ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। চলবে বেলা ১১টা পর্যন্ত অধিভুক্ত সাত কলেজের সাতটি কেন্দ্রসহ মোট ১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এবার সাত কলেজের বিজ্ঞান ইউনিটে মোট ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪১ হাজার ৯৪টি। এর আগে বৃহস্পতিবার সাত কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।