হরিণাকুন্ডুতে র্যাব-৬’র অভিযানে পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিত : ৬ নভেম্বর ২০২১
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু থানা এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত টোকন বিশ্বাস (২৭) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬। গতকাল বৃহস্পতিবার রাত ৮.২০ ঘটিকার সময় ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার আমতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
সে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার সাবেক বিন্নী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। র্যাব-৬ সুত্রে জানা গেছে, গ্রেফতারকৃত টোকন বিশ্বাস ওয়ারেন্টভূক্ত আসামী। পারিবারিক আদালত মামলা নং ০৪/১৭ আসামী। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ (ঝিনাইদহ ক্য্যম্প) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার হস্তান্তর করা হযেছে।